চট্টগ্রামে আবুল খায়ের স্টিল মিলে আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ৯টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।