চট্টগ্রামের শীতাকুণ্ডে সবজি চাষে সাফল্য
চট্টগ্রামের শীতাকুণ্ডে প্রায় ১৫০ একর জমিতে চাষ হচ্ছে বিষমুক্ত নিরাপদ সবজি। চট্টগ্রামের এই এলাকাটি পরিচিতি পেয়েছে সবজিগ্রাম হিসেবে। নিরাপদ সবজির চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন কৃষকরা।
চট্টগ্রামে সবজির চাহিদা মিটিয়ে রাজধানীতেও সরবরাহ করা হচ্ছে শীতকুণ্ডে উৎপাদিত সবজি। দেশে উৎপাদিত সবজির চাহিদা যোগান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
দেশে উৎপাদিত সবজির অধিকাংশ জমিতে কৃষকরা ব্যবহার করছে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক। ফলে দূষিত হচ্ছে মাটি, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবৈচিত্র, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও। তবে, শীতাকুণ্ড এলাকায় কৃষকরা চাষাবাদে এনেছে নতুন মাত্রা ফলে জীবৈচিত্র, পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকিও কমে আসবে।
ফেরোমন ও হলুদ আঠালো ফাঁদ দিয়ে ফসলের পোকামাকড় নিয়ন্ত্রণে কমেছে উৎপাদন খরচ। আর বাজারে নিরাপদ ফসলের ভাল কদর থাকায় কৃষকরা পাচ্ছেন সঠিক মূল্য। এই পদ্ধতিকে নিরাপদ মনে করছেন কৃষকরা।
চট্টগ্রামের কৃষি কমর্কর্তা বলেন, শীতাকুণ্ডের চাষারা দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে যাচ্ছে। আমরা নিরাপদ সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে নিয়মিত প্রশিক্ষণ পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করে সহযোগিতা করছি।