জয়ের স্বপ্নে মাঠে নেমেছে বাংলাদেশ

0 165

২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক দুই ওপেনার তামিম ও সৌম্য। প্রথম ইনিংসে ক্যারিবিয়দের সংগ্রহ ৪০৯ রান। বাংলাদেশ করেছে ২৯৬। দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

টার্গেট ২৩১ জয়ের স্বপ্নে মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগারদের সবশেষ সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। আবু জায়েদ রাহি, তাইজুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয়দের লিড দাঁড়িয়েছে ২৩০ রানের, ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৩১ রান।

মিরপুরে ৩ উইকেটে ৪১ রান নিয়ে দিন শুরু করে সফরকারীরা। ৯ রান যোগ হতে আবু জায়েদের এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিক্যান। কাইল মেয়ার্স জায়েদের দ্বিতীয় শিকার। এরপর তাইজুলের ঘূর্ণিতে একে একে ফেরেন জারমেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফ। সর্বোচ্চ ৩৮ রান করা এনক্রুমাহ বোনার, নাঈমের শিকার। মাত্র ১১৭ রানে অল আউট হয় ক্যারিবিয়রা।

এই ম্যাচ জিততে এখন নিজেদের আগের রেকর্ড ভাঙতে হবে বাংলাদেশের। ঘরের মাঠে বাংলাদেশ দলের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড মাত্র ১০১ রানের। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এ জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সবমিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০০৯ সালে তাদের মাটিতে ২১৭ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.