সিরিজ জিতে টি-টোয়েন্টি ইতিহাসে নাম লেখালো পাকিস্তান
টি-টোয়েন্টি ইতিহাসে ১০০ তম জয় দিয়ে রেকর্ড গড়লো পাকিস্তান। এই প্রথম কোনো দল এতগুলো টি-টোয়েন্টি ম্যাচ জিতল।
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান। ম্যাচের শুরুতেই পাকিস্তান বোলারদের বোলিং তোপে ৪৮ রানে ছয় উইকেট হারিয়ে রীতিমতো ব্যাকফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারদের ব্যর্থতায় লড়াইয়ে ফেরায় লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। জানেমান মালান ১৭ বলে ২৭ রান ও পাইট ফন বিলওন ১১ বলে ১৬ রান করেন। আর কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
সিরিজের প্রথম ম্যাচে রিজওয়ানের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ১-০তে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। পরের ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজ সমতা নিয়ে আসে দক্ষিণ আফ্রিকা। এমন অবস্থায় গতকাল রোববার রাতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল।
১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের পক্ষে অসাধারণ শুরু করেন রিজওয়ান ও হায়দার আলী। হায়দার বোল্ড হলে ৫১ রানের জুটি ভাঙে। হায়দারকে সাজঘরের রাস্তা দেখান তাবরেজ শামসি। নিজের পরের ওভা মোহাম্মদ নওয়াজ ও হাসান আলি দ্রুত রান তুলে ম্যাচ পাকিস্তানের পক্ষে ঘুরিয়ে দেন।
হাসান সাত বলে ২০ রান এবং নওয়াজ ১১ বলে ১৮ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে দেন। এ জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান। ম্যাচ সেরা হন হাসান।