অশালীন আচরণের দায়ে রাউজানে মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ

0 179

চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানমের বিরুদ্ধে জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি কর্মকর্তাগণের সাথে অশালীন আচরণের অভিযোগ আনা হয়েছে।

উপজেলা সূত্রে জানা যায়, তিনি ‘উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান’ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি কর্মকর্তাগণকে গালমন্দ, অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যসহ অসদাচরণ করেছেন।

এতে, উপজেলা পরিষদের আইন অনুযায়ী সাংবিধানিক আচরণবিধি লংঘিত হয়েছে বলে বিষয়টি বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানমকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক নোটিশের মাধ্যমে তাকে স্বীয় পদ হতে অপসারণ করে পদটি শূণ্য ঘোষণা করে।

নোটিশে বলা হয়, সরকার জনস্বার্থে তাকে স্বীয় পদ হতে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে।

Leave A Reply

Your email address will not be published.