আন্দলোনে উত্তাল মিয়ানমার

0 218

সেনা সরকার ক্ষমতা দখলের পর চতুর্থবারের মতো বন্ধ হলো ইন্টারনেট সেবা। এদিকে বিক্ষোভকারীদের হটাতে, দেশটির প্রধান শহরগুলোতে অতিরিক্ত সেনা মোতায়ন করা হয়েছে।

মিয়ানমারে সেনা সরকার বিরোধী বিক্ষোভ চলছে। ১১ তম দিনে আবারও উত্তাল মিয়ানমার। দেশটিতে দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা।

কারফিউ উপেক্ষা করে মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে। সোমবার দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে বিক্ষোভ করে হাজারো মানুষ।

এর আগে দেশটির রাস্তায় নামানো হয় সশস্ত্র সেনাযান। তবে এসব উপেক্ষা করেই সকাল থেকে রাজপথে নামে, মিয়ানমার নাগরিকরা। ইয়াঙ্গুনসহ অচল করে দেয়া হয়, একাধিক শহরের মেট্রো স্টেশন। নীরব প্রতিবাদ জানাতে, হাতে প্লেকার্ড নিয়ে রাস্তায়  শুয়ে পড়েন, অনেক বিক্ষোভকারী।

সেনা প্রধান জেনারেল মিং অং লাইং এর ছবি সড়কে এঁকে পদদলিত করেন বিক্ষোভকারীরা। সুচির মুক্তি ও সেনা শাসন অবসানে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেন তারা।

Leave A Reply

Your email address will not be published.