চট্টগ্রামে ইপিজেডের বস্তিতে আগুন

0 158

আজ মঙ্গলবার (১৬ ফ্রেব্রুয়ারি) ভোর ৪টার দিকে চট্টগ্রামের ইপিজেড এলাকার রেলবিট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নওশাদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফরিদ আহমদ জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বিস্তারিত পরে জানা যাবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের লেলিহান শিখা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ায় রেলবিটের বস্তিটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের পর নওশাদ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় তিনি ঘর থেকে বের হতে পারেননি।

বস্তি এলাকার একটি ভাঙ্গারির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.