বসন্তের কবিতা – মিজান ফারাবী

0 299

আমার গাঁয়ে বৃষ্টি বাদল
সূর্যের আলোয় হাসে,
আমার গাঁয়ে বসন্ত সাজ
শিমুল ফুলে আসে।

কোকিল ডাকে মধুর সুরে
হৃদ কপাটের পাশে,
বর্নিলতায় বসন্ত আজ
উষ্ণ ভালোবাসে।

ফাগুন এলে আমার গাঁয়ে
চড়ে মেঘের ভেলা,
এই তো ফাগুন নতুন দিনে
ফুল পাখিদের খেলা।

খোঁপায় ফুলের সুভাস ছড়ায়
কোমলমতি মেয়ে,
আমার গাঁয়ের রূপের বাহার
মুগ্ধ থাকি চেয়ে।

আর কিছুতে হই না ব্যাকুল
নেই তো এমন মায়া,
আমার গাঁয়ে রয় জড়িয়ে
মায়ের প্রীতি ছায়া।

Leave A Reply

Your email address will not be published.