দলে নেই নেইমার বার্সার সাথে ন্যু ক্যাম্পে লড়বে পিএসজি
একই জার্সিতে দেখা হবে না মেসি-নেইমারের। আলাদা আলাদা দলে হলেও দলে নেই নেইমার, বার্সার সাথে লড়বে পিএসজি । আজ বাংলাদেশ সময় রাত ২টায় বার্সেলোনার বিপক্ষে পিএসজির সেই বহুল আলোচিত লড়াই।
আজ শুরু হচ্ছে নক আউট পর্ব। রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ন্যু ক্যাম্পে রাত দুইটায় পিএসজিকে। ন্যু ক্যাম্পে ফেরার স্বপ্নটা, একদিনের জন্যে হলেও সত্যি হতে পারতো নেইমারের। সত্যি হতে পারতো আবারও একই মঞ্চে মেসি-নেইমারের ধ্রুপদি লড়াইও। হউক না প্রতিপক্ষের জার্সিতে। তবে হতে দিলোনা ইনজুরি।
আত্মবিশ্বাসের তুঙ্গে বার্সেলোনাও। শেষ ১৮ ম্যাচে মাত্র এক হার কাতালান শিবির। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৩৩ নক আউট ম্যাচে মাত্র একবারই ঘরের মাঠে হেরেছে ব্লগানাররা। পিএসজিতো বটেই বার্সার মাঠ থেকে এখন পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি কোন ফ্রেঞ্চ ক্লাব। এ ম্যাচ দিয়ে জাবিকে টপকে বার্সার জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ৫০৬ ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন লিওনেল মেসি। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরছেন জেরার্ড পিকে।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বার্সেলোনা কিংবা পিএসজি’র মধ্যে একটি দলকে বিদায় নিতেই হবে। আজ হচ্ছে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচ। এই ম্যাচে যে জিতবে সেই এগিয়ে থাকবে নিশ্চিত। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেসিদের মাঠ ন্যু ক্যাম্পে।