নাটোরে অভিযান চালিয়ে ৫ হাজার কাঁচাপাট জব্দ-পাট অধিদপ্তর

0 174

গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতি. সচিব) হোসেন আলী খোন্দকার ও নাটোর জেলা প্রশাসনের সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাই ভাই ট্রেডার্স গুদাম থেকে প্রায় ৫ হাজার মণ কাঁচাপাট জব্দ করা হয়েছে।

অবৈধ নিয়মে পাট মজুদের অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি বাজারে অভিযান চালিয়ে ৫ হাজার মণ কাঁচাপাট জব্দ করেছে পাট অধিদপ্তর। অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিতের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য রপ্তানির গতি বাড়াতে এ অভিযান চালানো হয়।

পাট অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, দেশে কাঁচাপাটের সঙ্কট তৈরির কারণে পাটকলগুলো উৎপাদন ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখার জন্য কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করতে সরকার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

এ পাট মৌসুম থেকে রোডম্যাপ বাস্তবায়ন শুরু হবে। ধাপে ধাপে তা আগামী পাঁচ বছরে শতভাগ বাস্তবায়ন করা হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় উচ্চফলনশীল পাট বীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন এবং মানসম্মত পাট উৎপাদনে কৃষকদের উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প চলছে।

চলতি পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী, মানসম্মত পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পাঁচবছরের জন্য কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথ উদ্যোগে একটি রোডম্যাপ তৈরি করেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ উন্নত পাটবীজ উৎপাদনে স্বনির্ভর হবে। পাট চাষ নিশ্চিতকরণে বীজ সরবরাহ সঠিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.