বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দ্বিতীয় দিনের মতো পুরান ঢাকার ফরাশগঞ্জ থেকে ফরিদাবাদ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
নৌ-পরিবহন কর্তৃপক্ষ জানান, অভিযানে তিনটি একতলা পাকা ভবন, দুইটি দোতলা ভবন, ১৭টি আধাপাকা ভবন, তিনটি একতলা ভবন, আটটি একতলা আধাপাকা দোকান, চারটি একতলা গোডাউন, ২৫টি টঙঘর উচ্ছেদ করা হয়।
উল্লেখ্য যে, আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় নদী তীরের দুই একর জমি উদ্ধারসহ মোট ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।