আমিরাত এই প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিলো ইসরায়েলে

0 155

বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা যায়, ইসরায়েলে দেশের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম রোববার তিনি ওই রাষ্ট্রদূতকে শপথ পাঠ করান।

আমিরাত ইসরায়েলের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার দুদিন আগে গত রোববার ইসরায়েলে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন মোহম্মদ আল খাজাহ। তিনি আমিরাত ও তার প্রেসিডেন্টের ওপর শ্রদ্ধাশীল এবং দেশটির সংবিধান ও আইন সমুন্নত রাখা ছাড়াও সবার আগে দেশে স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্প্রতি যেসব আরব দেশ ‘আরব শান্তি চুক্তি’ উপেক্ষা করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চুক্তি করে তার মধ্যে অন্যতম আমিরাত। দুই দেশের দূতাবাস খোলা সেই চুক্তিরই অংশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত জানুয়ারির শেষদিকে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাতে তাদের দূতাবাস চালু করে।  একইদিনে আমিরাতও তেল আবিবে তাদের দূতাবাস খোলার বিষয়ে অনুমোদন দেয়। উল্লেখ্য যে, গত বছরের শেষদিকে দুই দেশ সম্পর্ক স্থাপন করে।

Leave A Reply

Your email address will not be published.