কৃষিতে চালু হলো অনলাইনভিত্তিক অটোমেশন পদ্ধতি

0 169

এখন থেকে কৃষি ও খাদ্যপণ্য আমদানি ও রপ্তানির জন্যে অনলাইনে আবেদন করার পাশাপাশি সনদও পাবেন উদ্যোক্তারা। দেশে চালু হলো অনলাইনভিত্তিক অটোমেশন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কৃষকরা অনেক উপকৃত হবে।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, তথ্য ও প্রযুক্তিতে বাংলাদেশ অনেক সমৃদ্ধ হয়েছে। সেই ধারাবাহিকতায় দেশে কৃষি প্রযুক্তিতে অটোমেশন পদ্ধতিটি চালু হলো। এ সময় তিনি বলেন, দেশের সকল শাখায় কৃষকদের স্বচ্ছতার সাথে সেবা প্রদান করতে হবে।

কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে প্রায় চার হাজারের মতো প্রতিষ্ঠান রয়েছে। সেসব প্রতিষ্ঠানের আমদানি ও রপ্তানির অনুমতির জন্যে এ প্রতিষ্ঠান থেকে সনদ দরকার হয়। প্রায় ৩০টির মতো রয়েছে সংগনিরোধ কেন্দ্র। ধীরে ধীরে সেবা প্রদান আরো বৃদ্ধি করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সমাপ্ত হয়। এতে কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.