চট্টগ্রামে জেলা প্রশাসকের অভিযান- নামফলকে ইংরেজি ও অন্যান্য ভাষা সরিয়ে বাংলা লেখার নির্দেশ
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চট্টগ্রামে বাংলা ভাষা প্রচলন নিশ্চিতে সতর্ককরণ অভিযান পরিচালনা করা হয়। প্রায় ২০টি দোকান ও প্রতিষ্ঠানকে বাংলা ভাষায় সাইনবোর্ড না থাকার জন্যে সতর্ক করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে এসব প্রতিষ্ঠানকে বাংলায় সাইনবোর্ড লেখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলকে ইংরেজি ও অন্যান্য ভাষা সরিয়ে বাংলা লেখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ নির্দেশনা অমান্য করলে আইনের আওতায় আনা হবে।
চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। জিইসি মোড়, কাজির দেউরি, এমএ আজিজ স্টেডিয়াম, জামাল খান ও চকবাজারে অভিযান পরিচালিত হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, রেজওয়ানা আফরিনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।