শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ

0 150

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান শহীদদের স্মরণে আজ রোববার (২১ ফেব্রুয়ারি) প্রভাত ফেরিতে  শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে সবাই আসছেন ফুল ও ব্যানার নিয়ে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের এভাবেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন বিভিন্ন পেশাজীবী মানুষ। ব্যানারে ভাষা নিয়ে বাভিন্ন কবিতার লাইন এবং কেউ কেউ গানে গানে যোগ দিচ্ছে শহীদ মিনারে।

প্রভাত ফেরিতে একে একে শ্রদ্ধা জানাতে আসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইডেন মহিলা কলেজ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও উদয়ন উচ্চ বিদ্যালয়।ভোর থেকে সনসাধারণের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে আসে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। দ্বিতীয় ধাপে শহীদদের স্মরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শহীদ মিনারের আশপাশের এলাকা জুড়ে একুশে ফেব্রুয়ারি নিয়ে বিভিন্ন গানের সুর বাজতে থাকে।

Leave A Reply

Your email address will not be published.