দ্বিতীয় ধাপে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে আজ
ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আরও ৫০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে আজ। বিশেষ বিমানে রাতে পৌঁছাবে।
সুরক্ষা সাইটের মাধ্যমে ৩১ লাখেরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। আর প্রথম দুই সপ্তাহে টিকা নিয়েছেন প্রায় ২১ লাখ। টিকা নেওয়ার মধ্যে পুরুষের চেয়ে নারীর ভ্যাকসিন নেয়ার আগ্রহ কম দেখা যাচ্ছে।
দেশে ১৩তম দিনের মতো চলছে করোনা গণটিকা কার্যক্রম। সারা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে টিকা নিচ্ছেন মানুষ। করোনার ঝুকি কমাতে সবাই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করছে।