জাতীয় ভোটার দিবসে নতুন করে ভোটার হোয়ার সুযোগ
আগামী ২ মার্চ দেশে পালন করা হবে জাতীয় ভোটার দিবস। করোনার পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান না করে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে দিবসটি। দিবসটিকে সামনে রেখে নানা পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এবার ভোটার দিবসে নাগরিকদের সংশ্লিষ্ট এলাকায় তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিকভাবেই ভোটার হওয়ার সুযোগ করে দেওয়া হবে। নির্বাচন কমিশনের উপজেলা, আঞ্চলিক, জেলা ও বিভাগীয় কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলেই সরাসরি ভোটার হওয়া যাবে এদিন।
আসাদুজ্জামান জানান, ভোটারদের সচেতন করতে বাংলাদেশে টেলিভিশন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হবে। ইসি ভবনে নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও জানান।