জয় পেলো বার্সা, জোড়া গোলে শীর্ষের কাতারে মেসি

0 274

জয় পেলো বার্সা, মেসির জোড়া গোল। জোড়া গোলের ম্যাজিকে ১৮ গোল নিয়ে লা লিগার শীর্ষ গোলদাতার পুরষ্কার পিচিচির দৌড়ে সবার আগে চলে এসেছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা সুয়ারেজের গোলসংখ্যা এখন ১৬টি। এর ফলে ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়েও অনেকটা এগোলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী

দুই গোলই দ্বিতীয়ার্ধে। মার্টিন ব্রাথওয়েটের ব্যাকহিল থেকে প্রথমটা। আর দ্বিতীয়টায় ফ্র্যাঙ্কি ডি ইয়ং-এর পাস থেকে বাকিটা একক নৈপুন্যে। বৃহস্পতিবার রাতেও তেমনই আরেকটা উদাহরণ দেখেছে ক্যাম্প ন্যু। অবনমন অঞ্চলের এলচের বিপক্ষে গোলের সুযোগ সৃষ্টি করতেই গলদঘর্ম হয়েছে কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

জয়ের ফলে লা লিগার শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে ব্যবধান কমিয়েছে কোম্যানের শিষ্যরা। ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে কোচ সিমিওনের অ্যাটলেটিকো থেকে ৫ পয়েন্টে পিছিয়ে এখন দলটি। সমান ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫২ পয়েন্ট।

মেসি মানেই ম্যাজিক। মুহূর্তেই ফিরতে পরেন গোলের ছন্দে। মেসির ভাবনায় এখন দলের ভাবনাই বেশি। আগামী রবিবারই যে পয়েন্ট তালিকার চারে থাকা সেভিয়ার বিপক্ষে খেলবেন মেসিরা। এর চারদিন পর আবারও প্রতিপক্ষ হবে সেভিয়া।

লুই সুয়ারেজকে পেছনে ফেলে লা লীগার শীর্ষে মেসি। প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সমতা করে একই কাতারে উঠে গেলেন মেসি। তার গোলও এখন ১৮টি। মেসিই অবশেষে উঠলেন লা লিগা শীর্ষ গোলদাতার তালিকার চূড়ায়। মেসির জোড়া গোলেই জয় পেলো বার্সা। সামনের ম্যাচে জয় নিয়েই ফিরতে চান মেসিরা।

Leave A Reply

Your email address will not be published.