করোনার ঝুঁকি এড়াতে নিউজিল্যান্ড সফরে বিশেষ ধরনের জার্সি-ট্রাউজার

0 136

করোনা পরিস্তিতি বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে পাবে বিশেষ এক ধরনের ট্রাউজার, যাতে ঘষে ধরে রাখা যাবে বলের চাকচিক্য। নতুনভাবে বিশেষ ধরনের জার্সি-ট্রাউজার পেল বাংলাদেশ টিম।

আইসিসির নিয়মে করোনার ঝুঁকি এড়াতে লালা বা ঘাম দিয়ে বলে চাকচিক্য বা কোন কৌশল করা যাবে না। এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক অবস্থানে ক্রিকেটের  এই সর্বোচ্চ সংস্থাটি। বোলার-ফিল্ডাররা এখন অতিমাত্রায় নির্ভরশীল জার্সি-ট্রাউজারে ঘষার উপর।

আইসিসির সিদ্ধান্তে খেলোয়াড়দের  চিন্তা ও ঝামেলা কমাতেই বাংলাদেশের জার্সি নির্মাতা প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ তৈরি করেছে বিশেষ এক ধরণের ট্রাউজার। প্রতিষ্ঠানটির মালিক জানান, এই ট্রাউজারের জন্য ফেব্রিকস আমদানি করা হয়েছে থাইল্যান্ড থেকে।

জানা যায়, গেল উইন্ডিজ সিরিজের অনুশীলন সে ট্রাউজার পরেই করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এক্ষেত্রে ক্রিকেটাররাও ভালো সাড়া দিয়েছেন। তাদের ইতিবাচক প্রতিক্রিয়ার ফলেই মূলত নিউজিল্যান্ড সিরিজে এই ট্রাউজার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এতে খেলোয়াড়দের জন্য যেমন আরামদায়ক হবে তেমনই বলের চাকচিক্য ধরে রাখা সহজ হবে।

Leave A Reply

Your email address will not be published.