দেশব্যাপি পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস

0 168

এ বছর জাতীয় বীমা দিবসের স্লোগান ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় বারের মতো দেশে জাতীয় বীমা দিবস পালন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (সোমবার) সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দিবসটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামসহ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আইডিআরএ জানায়, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সহযোগিতায় বীমা মেলা, আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।

জাতীর পিতার জন্মশতবার্ষিকীতে জাতীয় বীমা দিবসে আইডিআরএ নিজস্ব অর্থায়নে চালু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা, “বঙ্গবন্ধু স্পোর্টসম্যান” ইনস্যুরেন্স । জাতির পিতার জন্মশতবার্ষিকীতে মাত্র ১০০ টাকা প্রিমিয়ামের বিনিময়ে দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাসেবা ও মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা।

Leave A Reply

Your email address will not be published.