বন্দরে স্টোররেট বাড়লে, বাড়ানো হবে পণ্যের দাম

0 177

রমজানকে কেন্দ্র করে আমদানি বাড়ছে। প্রতিনিয়ত পণ্য আসছে। কিন্তু আমদানিকারকরা বন্দরের ইয়ার্ডে পণ্যভর্তি কনটেইনার ফেলে রেখেছেন। তাই রমজানে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কনটেইনার ৪০ হাজার এককের বেশি। ৪৯ একক ধারণক্ষমতার বন্দরে ইতোমধ্যে ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে এফসিএল কনটেইনার সরিয়ে নিতে নোটিশও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু এতেও কাজ না হওয়ায় এবার স্টোররেন্ট দ্বিগুণ করেছে বন্দর কর্তৃপক্ষ।

দৈনিক ডেলিভারির ক্ষেত্রে ধীরগতির কারণে বন্দরের অভ্যন্তরে কনটেইনারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় বন্দরের স্বাভাবিক অপারেশন কার্যক্রম অব্যাহত রাখার জন্য স্টোররেন্ট দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

বন্দর পরিচালক (পরিবহন) এনামুল করিম বলেন, ল্যান্ডিং ডেটের ১১তম দিন থেকে দ্বিগুণ স্টোররেন্ট কার্যকর হবে। এই বিধিমালা আজ ১ মার্চ থেকে কার্যকর করা হয়েছে।

ব্যাবসায়ীরা অভিযোগ করে বলেন, জাহাজ থেকে প্রতিদিন যে পরিমাণ কনটেইনার আসছে, তাতে বন্দর থেকে কনটেইনার দ্রুত ছাড় না পাওয়ায় বন্দরে কনটেইনার জটের সৃষ্টি হয়েছে। এখন বন্দরে দ্বিগুণ স্টোররেন্ট আরোপ করাতে আমদানি পণ্যের দাম বাড়িয়ে দেবেন ব্যবসায়ীরা।

Leave A Reply

Your email address will not be published.