জাতীয় ভোটার দিবস আজ
জাতীয় ভোটার দিবস আজ। বেলুন এবং পায়রা উড়ানোর মাধ্যমে উদ্বোধন করা হয়েছে ‘জাতীয় ভোটার দিবস-২০২১’। মঙ্গলবার (০২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সকাল সাড়ে ৯টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ অন্যান্য কমিশনাররা এই দিবসের উদ্বোধন করেন। তৃতীয়বারের মতো দেশে পালন করা হচ্ছে দিবসটি।
এছাড়া উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে নির্বাচন ভবন ও মাঠপর্যায়ের অফিস ভবনে আলোকসজ্জা করা হয়েছে এবং ভবনের সামনের রাস্তায় ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
এ বছর করোনা মহামারির কারণে সীমিত পরিসরে ভোটার দিবস উদযাপন করা হচ্ছে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’। জাতীয় ভোটার দিবসে ২০২০ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হবে।
যুগ্ন-সচিব এস এম আসাদুজ্জামান আরও জানান, ঢাকাসহ আঞ্চলিক, জেলা ও উপজেলা/থানা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা সভা, ভবনগুলোতে আলোকসজ্জা, প্রিন্ট মিডিয়ায় বিশেষ ক্রোড়পত্র ও বিজ্ঞাপন প্রকাশ, গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানে ব্যানার প্রদর্শনীসহ নেয়া হয়েছে নানান কর্মসূচী।