দুই হাজার নারী পুরুষের অংশগ্রহনে রাউজানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়

0 217

দেশীয় সংবাদঃ এক হাজার নারীসহ ২ হাজার মানুষের ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় হবে চট্টগ্রামের রাউজান উপজেলায়। আগামী ৬ মার্চ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সত্তারঘাট থেকে জলিলনগর পর্যন্ত এ ম্যারাথন দৌড়  অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী নারীদের পরনে থাকবে লাল-সবুজের শাড়ি, পুরুষদের জন্য থাকবে লাল-সবুজ টি শার্ট। বুকে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের লোগো।

২৪ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাউজানের মুন্সিরঘাটায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর প্রমুখ।  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার পালিত দেশী টুয়েন্টিফোর-কে জানান, ম্যারাথন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হবে পুরো এলাকা। স্বতঃস্ফূর্তভাবে রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ১৪ ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২ হাজার নেতা-কর্মী এ ম্যারাথনে অংশ নেবেন। এর মধ্যে ১ হাজার নারী থাকবেন। এই অনুষ্ঠানকে সফল করতে সকল ধরনের সার্বিক সহযোগীতা করার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা প্রশাসন।

রাউজান প্রতিনিধিঃ মোঃ টিপু সুলতান

Leave A Reply

Your email address will not be published.