বকেয়া বেতনের দাবীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পদ্মা ওয়্যার্সের শ্রমিকদের আন্দোলন

0 188

চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে পদ্মা ওয়্যার্স লিমিটেড এর গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতন ও ৪ বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকা আদায়ের দাবীতে আন্দোলনে নেমেছে। দীর্ঘদিন থেকে বেতন না দিয়ে কাজ করালেও শ্রমিকরা গার্মেন্টসে গিয়ে দেখে ফ্যাক্টেরিতে তালা ঝুলছে।

আজ বুধবার (৩ মার্চ) চট্গ্রাম নগরীর প্রেস ক্লাবের সামনে এই আন্দোলনে নামেন পদ্মা ওয়্যার্স লিমিটেড এর গার্মেন্টস শ্রমিকরা।

গত ১৫ দিন থেকে সন্ধান মিলছে না মালিক পক্ষের, বন্ধ মোবাইল ফোনও। শ্রমিকরা গার্মেন্টস বন্ধ দেখে বেপজা কতৃপক্ষের সাথে যোগযোগ করেও কোন সমাধান না পেয়ে তারা আজ আন্দোলনে নেমেছে।

শ্রমিকরা বলছে, কোন কিছু না জানিয়ে হঠাৎ আজ সকালে গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে। তাই আমরা বেতন ও প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য আন্দোলন করছি। শ্রমিকরা টাকার দাবীতে স্লোগান দিয়ে প্রেস ক্লাবের সামনের রাস্তায় নামলেও পুলিশি বাধায় তেমন সবিধা করতে পারেনি তারা।

শ্রমিকদের দাবী একটাই, তাদের সকল পাওনা বুঝিয়ে দিতে হবে। বেতন ও ফান্ডের টাকা না পেলে তারা আন্দোলন চালিয়ে যাবে। তবে, আগামীকাল বেপজার সাথে বৈঠকের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

 

 

Leave A Reply

Your email address will not be published.