ইরাকের বিমান ঘাঁটিতে হামলা

0 226

দেশটির আইন আল-আসাদ বিমান ঘাঁটি আক্রান্ত হয়েছে। চলতি মাসে ইরাকে এ নিয়ে সামরিক বাহিনীর বিমান ঘাঁটিতে দ্বিতীয়বারের মতো রকেট হামলার ঘটনা ঘটলো।

ইরাকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরাকি বাহিনীর একটি বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭ টার দিকে এই ঘাঁটিতে অন্তত ১০টি রকেট আছড়ে পড়ে। তবে এতে কোনও হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

গত ১৬ ফেব্রুয়ারি ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সামরিক বাহিনী নেতৃত্বাধীন জোটের একটি ঘাঁটিতে রকেট হামলায় বেসামরিক এক ঠিকাদার নিহত ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সদস্য আহত হন।

এর আগে, বাগদাদ অপারেশনস কমান্ডের এক কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ঘাঁটি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশ থেকে ১৩টি রকেট ছোড়া হয়েছে। বাগদাদি শহরের পশ্চিমের বাইয়াদার এলাকা থেকে আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.