তেহরানে পুনরায় চালু হচ্ছে আয়ারল্যান্ড দূতাবাস

0 196

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। প্রাথমিকভাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে এই সম্পর্ক স্থাপন করা হবে। ২০২৩ সালে তেহরানে দূতাবাস খোলা হবে।

ইরানের গণমাধ্যমটি জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ওই ভার্চুয়াল বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে মতামত বিনিময় করেন। পাশাপাশি বিশ্বের ছয় জাতি-গোষ্ঠীর সঙ্গে ইরানের করা পরমাণু সমঝোতা নিয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে কভেনি গত ২০ জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য যে, আয়ারল্যান্ড ২০১২ সালে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয়। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার জের ধরে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে আয়ারল্যান্ড ২০১২ সালে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.