হঠাৎ স্থগিত হলো পিএসএল

0 186

করোনার থাবায় বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। একের পর এক সংক্রমণের কারণে স্থগিত করে দেয়া হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা। খেলোয়াড়দের মধ্যে করোনা সংক্রমণ বেড়েই চলছে। অবশেষে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেলো পাকিস্তান সুপার লিগ। বৃহস্পতিবার দুপুরে এ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রথম ক্রিকেটার হিসেবে চলতি পিএসএলে করোনাক্রান্ত হন অস্ট্রেলিয়ান স্পিনার ফাওয়াদ আহমেদ। এরপর সম্প্রতি তিন বিদেশী ক্রিকেটার আর এক সাপোর্ট স্টাফের করোনাক্রান্ত হন। এরপর খবর আসে, একাধিক দলে করোনা শনাক্ত হয়েছে, যে কারণে সবাইকে চলে যেতে হচ্ছে ১০ দিনের ব্যক্তিগত আইসোলেশনে। ফলে অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করে দেওয়ারই সিদ্ধান্ত নেয় পিসিবি।

এবার ১৪ মাচ হতেই বন্ধ হলো (পিএসএল)। প্লে-অফ ও ফাইনালসহ বাকি রয়েছে আরও ২০টি ম্যাচ। কিন্তু করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭-এ পৌঁছে যাওয়ায় অনির্দিষ্টকালীন সময়ের জন্য পিছিয়ে দেয়া হয়েছে টুর্নামেন্টের বাকি সব খেলা।

বোর্ডের প্রধান নির্বাহি ওয়াসিম খান বলেন, পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে বাকি ম্যাচগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে পিসিবি এখন পিসিআর টেস্ট, ভ্যাকসিন ও আইসোলেশনের প্রস্তুতি নিচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.