কবিতায় লালদিয়া চরের স্মৃতি ও ব্যাকুলতা

0 246

এইসব আমের মুকুল, সুপুরির সারি
কুলির তুলিতে ফলা মফস্বল—ঘর
ভাটি-হাওয়াতে দোলা বধূর শাড়ি
কোথায় লুকাবে বলো লালদিয়া-চর?

ভিনদেশে ভাসানো জাহাজের ডাক
উজানে মাঝির তাড়া—হৈচৈ হাক
নদীর বেনোজলে ঘোর লাগা স্বর
কোথায় লুকাবে বলো লালদিয়া-চর?

কোন ডালে লুকাবে মিহিসুর-পাখি
কোন পাড়ে লুকাবে শরমিন্দা মুখ
কোন সুখে খুলবে পথফুল—আঁখি?
আলোতে আলোহীন পুরুষেরাও মূক!
কানপাতো, ভেসে আসে পাতা—মর্মর?
বাতাসে মাতম ওঠে—’লালদিয়া-চর’!

মিনারের সুরে ভাঙা আড়মোড়া ভোর
জলজ বাতাসে মাখা অলস দুপুর
ঝিঁঝিদের সুরে কাঁপা রাতের অধর
কোথায় লুকাবে বলো লালদিয়া-চর?

কতো উদ্বাস্তু স্বপ্ন, অনুচ্চারিত কথা
এতো প্লেটোনিক প্রেম—আপন কি পর
ছিন্নমূল যাপনের আবহমান ব্যাথা
কোথায় লুকাবে বলো লালদিয়া-চর?

লালদিয়ার চর
আলমগীর মোহাম্মদ সিরাজ

 

 

Leave A Reply

Your email address will not be published.