বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে এ শ্রদ্ধা জানান তিনি।
স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
পরে দলের সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতা কর্মীরা শ্রদ্ধা জানান।