উধাও হলো চট্টগ্রামে কারাগার থেকে হত্যা মামলার আসামি

0 151

চট্টগ্রামে কারাগার থেকে হত্যা মামলার আসামি নিখোঁজ । চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হয়েছেন ফরহাদ হোসেন রুবেল। গত শনিবার (৬ মার্চ) সকাল থেকে তাকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। এই বন্দি পালিয়েছে না-কি কারাগারের ভেতরেই লুকিয়ে আছে সে বিষয়ে নিশ্চিত নয় কারা কর্তৃপক্ষ।

উধাও হওয়া বন্দির নাম ফরহাদ হোসেন রুবেল। নরসিংদীর রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলী ভাণ্ডারীর ছেলে। রুবেল কারাগারের পঞ্চম তলার ১৫ নম্বর ওয়ার্ডে থাকতেন। শনিবার ভোর সোয়া ৫টা থেকে ৬টার মধ্যে রুবেল নিখোঁজ হয়ে যান।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, সকাল ছয়টা থেকে বন্দি রুবেলকে কারাগারে খুঁজে পাওয়া যাচ্ছে না।  এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান কোতোয়ালি থানায় জিডি করেছেন।

কারা সূত্রে জানা গেছে, রুবেল নগরের সদরঘাট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। গত ৮ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে। ৯ ফেব্রুয়ারি রুবেলকে কারাগারে প্রেরণ করেন আদালত।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সদরঘাট থানায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অর্ন্তবর্তীকালীন হাজতের পরোয়ানা মোতাবেক গত ৯ ফেব্রুয়ারি রুবেলকে কারাগারে পাঠানো হয়। শনিবার (৬ মার্চ) সকাল ৬টা থেকে কারা অভ্যন্তরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। তার সন্ধানে কারা অভ্যন্তরে তল্লাশি চলছে।

Leave A Reply

Your email address will not be published.