চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালকের মৃত্যু
শহরে বেড়েছে অতিরিক্ত মাত্রায় গাড়ি চালানোর প্রবণতা। আজ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
ট্রাফিক নির্দেশনা না মেনে বেপোরোয়া গতিতে গাড়ি চালানোতে বাড়ছে দুর্ঘটনা। এমনটাই জানান ট্রাফিক বিভাগ।
স্থানীয় লোকজন জানান, আজ সকালে কর্ণফুলীর ক্রসিং এলাকায় সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে সিএনজিচালক গুরুতর আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।