ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে সার্বজনীনতা পেল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ

0 154

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্মরণে ও বাংলাদেশের এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তির উপলক্ষে “বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম” র আয়োজনে আনন্দ উদযাপন অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

রোববার (৭ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পৃথিবীর বিখ্যাত যেসব ভাষণ রয়েছে সেগুলো জাতিসংঘের ইউনেস্কো দলিল হিসেবে সংরক্ষণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটিও সংরক্ষিত হয়েছে। এই ভাষণটি ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবেদিয়ে জাতিসংঘের ইউনেস্কো তার গ্রহণযোগ্যতা ও সার্বজনীনতা আবারও প্রমাণ করেছে।

Leave A Reply

Your email address will not be published.