সিসিএ অনূর্ধ্ব-১২ ক্রিকেটের ফাইনালে টাইগার্স ও চ্যালেঞ্জার্স

0 164

চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ) আয়োজিত সিসিএ সেক্রেটারি কাপ অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে সিসিএ টাইগার্স ও সিসিএ চ্যালেঞ্জার্স। গতকাল সিজেকেএস অনুশীলন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ গ্রুপ লিগ ম্যাচে সিসিএ টাইগার্স ৫৬ রানে সিসিএ ওয়ারিয়র্সকে পরাজিত করে। ৪৫ রান এবং ৫ উইকেট নিয়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনকারী সাহেদ এর হাতে ম্যাচ সেরার পুরষ্কার তুলে দেন বিশিষ্ট ট্যুরিজম ব্যবসায়ী, সাবেক কৃতি ক্রিকেটার পরমাণু ভট্টাচার্য।

দিনের অপর ম্যাচে সিসিএ চ্যালেঞ্জার্স ২০ রানে সিসিএ ডায়মন্ডকে পরাজিত করে। বিজয়ী দলের আইমানের (৬৪ রান) হাতে ম্যান অব দ্য ম্যাচের ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ জসিম। পাঁচ দলের এ টুর্নামেন্টে তিনটি করে ম্যাচ জেতায় উভয় দল ফাইনালের টিকেট লাভ করেছে। আগামী সপ্তায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি;

Leave A Reply

Your email address will not be published.