কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭মার্চ উদযাপিত

0 177


ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী,ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে জতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এর পূর্বে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।অতপর বিদ্যালয়ের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃতি, অবিকল বঙ্গবন্ধুর ভাষন বলার উপর ছাত্র ছাত্রীদের মাঝে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

পরে বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্যশীর্ষক এক আলোচনা সভা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহীন আক্তার ডলি,সদস্য মিজানুর রহমান সোহেল,মিশকাত জাহান, সম্মানিত শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ অংশ গ্রহন করেন। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave A Reply

Your email address will not be published.