কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭মার্চ উদযাপিত
ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী,ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে জতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এর পূর্বে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।অতপর বিদ্যালয়ের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃতি, অবিকল বঙ্গবন্ধুর ভাষন বলার উপর ছাত্র ছাত্রীদের মাঝে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরে বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্যশীর্ষক এক আলোচনা সভা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহীন আক্তার ডলি,সদস্য মিজানুর রহমান সোহেল,মিশকাত জাহান, সম্মানিত শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ অংশ গ্রহন করেন। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।