ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এনে দিয়েছে বাঙালি জাতির মুক্তি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এনে দিয়েছে বাঙালির মুক্তি যা পরবর্তীতে চূড়ান্ত বিজয় অর্জনে রূপ নেয়।
রোববার (৭ মার্চ) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে চসিক আয়োজিত আলোচনা সভায় মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ শুনেই আমরা রণাঙ্গনে গিয়েছিলাম, অস্ত্র হাতে হানাদার বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম। ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দ ও বাক্য ছিল একটি পরিকল্পিত জনযুদ্ধের নির্দেশনা।
চসিকের প্রধান নির্বাহী মোজাম্মেল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর জহুল লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লবসহ সিটি কর্পোরেশন কর্মকর্তারা।