৮ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

0 161

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৮ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন ২২ জুন পর্যন্ত চলবে।

শুক্রবার (৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতেই ভর্তি নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২০-২১ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ৮ জুন; চলবে ২২ জুন পর্যন্ত।

সভায় করোনার কারণে হওয়া ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave A Reply

Your email address will not be published.