৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির প্রেরণা

0 139

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বাঙালি জাতি পেয়েছে মুক্তির প্রেরণা। এই একটি ভাষণ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলো। বঙ্গবন্ধুর ডাকে বাঙালির মিছিল রূপ নিয়েছিলো গণজোয়ারে। এনেছিলো স্বাধীনতা।

গতকাল ৭ই মার্চ (রোববার) চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন, ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ ছিলো এক কুটনৈতিক কৌশল। এই ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে দিয়েছে মুক্তির সাহস।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে প্রেরণা ছিলো একটা লাইনে, “৭কোটি বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না”। এই দাবায়ে রাখতে না পারাটাই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলো।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ। সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশ কমিশনার, সিএমপি। এস এম রশিদুল হক, পুলিশ সুপার, চট্টগ্রাম। মো. সাহাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। মোজাফ্ফর আহমদ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

Leave A Reply

Your email address will not be published.