সৌদি সরকারের বিনিয়োগ চায় বাংলাদেশ
বিনিয়োগ ও ব্যবসা বাড়ানোর জন্য সৌদিয়া ও বাংলাদেশের মধ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) একটি চুক্তি স্বাক্ষর করার জন্য সৌদি আরবকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
রোববার (০৭ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় এই প্রস্তাব দেন প্রতিমন্ত্রী শাহরিয়ার। জবাবে সৌদি প্রতিমন্ত্রী জুবায়ের ইতিবাচক সাড়া দেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে শাহরিয়ারকে আশ্বস্ত করেন।
তিনদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার (০৮ মার্চ) ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রীর জেদ্দায় বৈঠক করার কথা রয়েছে।
প্রতিমন্ত্রী শাহরিয়ার দুই দেশের আন্তর্জাতিক ও পরিচিত ইস্যুগুলোতে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন। পাশাপাশি তিনি সৌদি আরবে সম্প্রতি হুতি বিদ্রোহীদের হামলার বিষয়ে নিন্দাসহ দেশটিকে ঢাকার সমর্থনের কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুবায়ের এ বিষয়ে সমর্থন করায় বাংলাদেশের প্রশংসা করেন।