হত্যা মামলায় নয় আসামির মৃত্যুদণ্ড চট্টগ্রামে

0 165

চট্টগ্রামে নেছার আহমেদ প্রকাশ (তোতা) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা মামলায় নয় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছির উদ্দীন নয় জনের মৃত্যদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২০০৩ সালে শত্রুতার জেরে নেছার আহমেদকে হত্যা করা হয়।

সোমবার (৮ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার এ রায় দিয়েছেন। রায়ে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা দেওয়ারও আদেশ দিয়েছেন।

দণ্ডিত আসামিদের মধ্যে পলাতক শাহীন ছাড়া বাকিরা হলো – মো. জোবায়ের, দিদার, আবু বক্কর বাঁশি, ইসমাইল, মো. জঙ্গ, শাহীন, বাবুল, ল্যাডা নাছির ও নুরুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.