চিত্রনায়ক শাহিন আলম আর নেই

0 411

জনপ্রিয় অভিনেতা শাহিন আলম গত সোমবার (৮মার্চ) রাত ১০:০৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। (ইননািললাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন তিনি। কিডনিজনিত সমস্যা ছাড়াও উনি করোনা পজিটিভ ছিলেন। চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই নায়ক ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন।

সিনেমায় একসময়ের জনপ্রিয় তারকার ফিল্ম ক্যারিয়ারে রয়েছে অনেক উল্লেখযোগ্য সিনেমা। তবে মৃত্যুর আগে অনেক বছর ধরেই তিনি ছিলেন সিনেমা জগতের বাইরে। না ফেরার দেশে পাড়ি দেওয়ার কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে ইসলামকে ভালোবেসে অভিনয় ছেড়ে দেন বলে জানিয়েছিলেন তিনি।

শাহীন আলম বলেছিলেন, ‘আমি তো মুসলমান। পরকালে বিশ্বাসী। আমাকে একদিন না একদিন ওই সর্বশক্তিমানের কাছে ফিরতেই হবে। তখন কী জবাব দেব? একটা মানুষ কত দিন বাঁচে? ধরুন খুব বেশি হলে ১০০ বছর। এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। তাই আমি বলব, আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে। এসব বিবেচনা করেই সিনেমা থেকে সরে এসেছি। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি।

Leave A Reply

Your email address will not be published.