নরসিংদীতে গ্রেপ্তার হলো চট্টগ্রাম কারাগারে থেকে পালাতক রুবেল

0 191

নরসিংদীতে গ্রেপ্তার হলো চট্টগ্রাম কারাগারে থেকে পালাতক রুবেল। চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে যাওয়া খুন ও অস্ত্র মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে তাকে নরসিংদী জেলার বায়পুর উপজেলার বাল্লাকান্দি চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি দেশী টোয়েন্টিফোরকে নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ। রুবেল গত ৬ মার্চ ভোর সোয়া ৫টায় কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়।

উল্লেখ্য যে, গত ৯ ফেব্রুয়ারি একটি খুনের মামলায় কারারুদ্ধ হন আরও তিনটি অস্ত্র মামলার আসামি ফরহাদ হোসেন রুবেল। ৬ মার্চ ভোর ছয়টায় আসামিদের হাজিরা গণনার সময় রুবেলের অনুপস্থিতি কারা কর্তৃপক্ষের নজরে আসে। এই কমিটি ৮ মার্চ নিশ্চিত হন রুবেল কারাগার থেকে পালিয়েছে।

গত শনিবার ভোর সোয়া পাঁচটায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলী ওয়ার্ড নামের ভবন থেকে নিখোঁজ হন হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন। কারাবন্দি ফরহাদ ৬ মার্চই কারাগার থেকে পালিয়েছেন। তাকে পালাতে কেউ সহযোগিতা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.