চট্টগ্রামে আইরিশদের সিরিজে কোভিড সংশয় বাড়ছে

0 165

চট্টগ্রামে আইরিশদের সিরিজে কোভিড সংশয় বাড়ছে। দ্বিতীয় ম্যাচ জিতে ৫ ম্যাচের এই সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ ইমার্জিং দল।

আয়ারল্যান্ড উলভসের সঙ্গে সংযুক্ত একজন স্থানীয় সাপোর্ট স্টাফের কোভিড পজিটিভ-নেগেটিভ ধাঁধায় পিছিয়ে গেল তৃতীয় একদিনের ম্যাচ শুরুর সময়।

ম্যাচ দেখতে চট্টগ্রামে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, আইরিশদের নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশের একজনের কোভিড পজিটিভ আসে সোমবার। প্রটোকল অনুযায়ী, এ দিনই ওই ব্যক্তি ও তার সংস্পর্শে আসা সবার কোভিড পরীক্ষা করানো হয় আবার। মঙ্গলবার সকালে সবার পরীক্ষার ফল আসে নেগেটিভ।

চট্টগ্রামে মঙ্গলবার বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড ‘এ’ দলের ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সময়মতো হয়নি টস। সকাল ৯টা ৫০ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, কোভিড-১৯ মেডিকেল প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পর ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।

সিরিজের প্রথম ম্যাচ চলার সময় আইরিশদের অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াসের কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার খবর জানার পর ৩০ ওভার শেষে পরিত্যক্ত হয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচের আগে আরও দুই দফা পরীক্ষায় প্রিটোরিয়াস ও অন্য সবাই নেগেটিভ হন। আইসোলেশন থেকে বের হয়ে ম্যাচ খেলতে নেমে প্রিটোরিয়াস ব্যাট হাতে খেলেন ৯০ রানের ইনিংস, বল হাতে নেন ১টি উইকেট।

Leave A Reply

Your email address will not be published.