স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীদের বয়কট করতে হবে

0 146

৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ৭ মার্চের আলোচনা সভায় কাউন্সিলর জসিম বলেন,
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীদের রাষ্ট্রীয় দলীয় ও সামাজিকভাবে বয়কট করতে হবে।

গতকাল (৮ মার্চ) ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান এর ৭ মার্চের ঐতিহাসিক কালজয়ী ভাষণের মাধ্যমে বাঙালি জাতি তার মুক্তির জয়গানের আহ্বানে প্রতিধ্বনি শুনতে পেরে জীবনের বাজি রেখে পশ্চিমা হানাদার, রাজাকার, আলবদরের বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে প্রায় ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

আজ স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তীতে পদার্পন করেছে বাংলাদেশ। আজ সেই বাংলাদেশে আজও পাকিস্তানের হানাদার দোসরা ঘাপটি মেরে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার লক্ষ্যে ওতপেতে আছে। ঐ সকল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীদের রাষ্ট্রীয়, দলীয় ও সামাজিকভাবে বয়কট করতে হবে।

৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ৭ মার্চের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর হাজী মো. জহুরুল আলম জসিম উপরোক্ত কথা বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে মোস্তফা কামাল বাচ্চুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আকবরশাহ্ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি নেওয়াজ আহমদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব এরশাদ মামুন, পাহাড়তলী থানা আওয়ামী লীগ নেতা আবদুল গফুর ভূইয়া, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইলিয়াছ খান, মোস্তফা কামাল বাচ্চু, সি-ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান মো. আনোয়ার হোসেন, বি-ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির নয়ন, আওয়ামী লীগ শামীম আহমেদ সুমন, আওয়ামী যুবলীগ নেতা মো. বেলাল উদ্দিন জুয়েল, আবুল হাসনাত, ছাত্রলীগের পক্ষে এস.এম নেওয়াজ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক সভাপতি মো. আবু নোমান নাহিদ প্রমুখ। অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন থানা আওয়ামী লীগের নেতাকর্মীসহ দলীয় অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.