চট্টগ্রামের হাটহাজারীতে শিশু শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন

0 148

চট্টগ্রামের হাটহাজারীতে শিশু শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন করলো উপজেলার মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির এক শিক্ষক।

হাটহাজারী উপজেলার ইউএনও রুহুল আমিনের নেতৃত্ব মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মাদরাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

ইউএনও রুহুল আমিন বলেন, ওই শিক্ষক ইয়াহিয়াকে মাদরাসা থেকে বরখাস্ত করা হয়েছে। রাতেই তিনি হাটহাজারী মাদরাসা থেকে রাঙ্গুনিয়া চলে যান।

তিনি আরো বলেন, নির্যাতনের শিকার শিশুটির বাবা-মা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিতে চাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন ও আমার পক্ষ থেকে মামলার খরচ চালানোর কথা বললেও তারা তাতে রাজি হয়নি। এমনকি তারা একটি আবেদনে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কথা বলেন।

শিশুর মা-বাবা বলেন, আল্লাহ বিচার করবেন। যেহেতু  শিশুটির মা-বাবা ব্যবস্থা নিতে লিখিতভাবে অস্বীকৃতি জানিয়েছেন তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

Leave A Reply

Your email address will not be published.