চট্টগ্রামে ইডেন রেস্টুরেন্ট এন্ড কিডস্ জোনের উদ্বোধনে ফারাজ করিম চৌধুরী

0 173

চট্টগ্রাম নগরীর জামাল খানে ইডেন রেস্টুরেন্ট এন্ড কিডস্ জোনের উদ্বোধনে এবিএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারাজ করিম চৌধুরী বলেছেন, হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্বশর্ত। উপার্জন হালাল না হলে বান্দার দোয়া ও ইবাদত কোনো কিছুই কবুল হয় না। তাই মুমিনের প্রধান দায়িত্ব হালাল উপার্জন করা এবং হারাম বর্জন করা। কিন্তু যথাযথ জ্ঞান না থাকায় অনেকেই জড়িয়ে পড়ে হারামের সাথে। ফলে নষ্ট হয় সারা জীবনের আমল ও ইবাদত।

(মঙ্গলবার) ৯ মার্চ নগরীর জামালখান চট্টগ্রাম প্রেসক্লাবের বিপরীত ইডেন রেস্টুরেন্ট এন্ড কিডস্ জোন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডেন রেস্টুরেন্ট এন্ড কিডস্ জোন এর সত্ত্বাধীকারী এইচ এম মহিউদ্দিন জিলানী, অধ্যাপক মোহাম্মদ নজিরুল হক, চবি শিক্ষক ড. সুলতান আহমেদ, দারুল মোস্তফা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা আলহাজ¦ মুহাম্মদ নঈমুল ইসলাম, কাউন্সিলর শৈবাল দাস, ইউপি চেয়্যারম্যান জসিম উদ্দীন হিরু, শ.ম বখতিয়ার, শওকত বাঙ্গালী, মুহাম্মদ ইছমাইল, মুহাম্মদ সালামত আলী, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, ছাত্রনেতা মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ এনাম, নিবিড়, মুহাম্মদ আসাদ, সিগমার ম্যানেজার মুহাম্মদ বাবুল, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ ওমর ফারুক প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.