আজ পবিত্র শবে মেরাজ
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও পবিত্র কোরআন তেলাওয়াত ও নফল নামাজসহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এ রাতটি পালন করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
আল্লাহ পৃথিবী থেকে রাসুল (সা.)-কে বিশেষ বাহনের (বোরাক) মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান। নবী করিম (সা.) মিরাজের রাতের এই ঘটনা স্মরণে ইবাদত বন্দেগিতে রাতটি পালন করেন মুসলমানরা।
১৪৪২ হিজরির পবিত্র শবে মেরাজ উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদও আলোচনা সভা দোয়া ও মোনাজাতের আয়োজন করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (সা.)’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান। আলোচনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ।
প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শবে মেরাজ উপলক্ষ্যে বাইতুল মোকাররমে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন হয়ে থাকে। কিন্তু এ বছর করোনা ভাইরাসের কারণে কোন কর্মসূচি পালিত হচ্ছে না। তবে নামাজের পর উপস্থিত মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত হবে। খোলা রাখা হবে মসজিদ, কেউ চাইলে করতে পারবেন ইবাদতও।