৪১তম বিসিএসে ১৭০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

0 214

আগামী ১৯ মার্চ (শুক্রবার) ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার জন্য ১৭০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত মঙ্গলবার (৯ মার্চ) মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।

আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ প্রিলিমিনারি টেস্ট ঢাকায় ১৬০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

ঢাকার কেন্দ্রগুলোর জন্য নিয়োগ করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে আগামী ১৩ মার্চ বিকেল ৩টায় সরকারি কর্ম-কমিশনের ওয়ার্কশপ বা সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং পরীক্ষার দিন অর্থাৎ ১৯ মার্চ বিকেলে সাড়ে ৪টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে রিপোর্ট করার জন্য নির্দেশনা দেওয়া হলো।’

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৭৫ হাজার জন। এ বিসিএসে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.