শুক্রবার সরাসরি ফ্লাইট চালু সিলেট-কক্সবাজার রুটে

0 186

সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট আগামীকাল (শুক্রবার) চালু হচ্ছে। সপ্তাহের প্রতি মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় এবং বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট হতে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট।

এই রুটে প্রতি সপ্তাহের রোববার দুপুর ১২টা ৫ মিনিটে এবং মঙ্গলবার দুপুর পৌনে ২টায় পর্যটন নগরী কক্সবাজার হতে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।

নতুন যাত্রার ফলে সিলেট ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরি হবে। আধুনিকায়ন হবে যোগাযোগ ব্যবস্থা।

Leave A Reply

Your email address will not be published.