আফগানিস্তানে মেয়েরা গান গাইতে পারবেন না

0 445

আফগানিস্তানে মেয়েরা গান গাইতে পারবেন না বলে জানিয়েছেন সেই দেশের শিক্ষামন্ত্রী। তিনি বলেন,  মেয়েদের ১২ বছর হয়ে গেলে তাদের প্রকাশ্যে গান গাওয়া যাবে না। তবে একমাত্র ১০০ শতাংশ নারী সমাবেশে গান গাওয়ার অনুমতি পাবে।  কিন্তু কোনোভাবেই পুরুষদের সামনে গান গাওয়া যাবে না এবং পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না।

এক বিবৃতিতে এই নির্দেশ জারি করেছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়। বিশেষজ্ঞদের ভাষ্য, আফগান প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে তালেবানের শান্তি বৈঠক চলছে। তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে আফগান সরকার। তালেবানের প্রভাব ক্রমশ বাড়তে শুরু করেছে।

উল্লেখ্য, বিষয়টি নিয়ে এই নির্দেশ জারি হওয়ার পর থেকে আফগানিস্তানের নারীরা প্রতিবাদ করতে শুরু করেছেন। মেয়েদের গান গাওয়ার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকে জানিয়েছেন, এটাই দেশের সংস্কৃতি। কেউ কেউ আবার সরাসরি শিক্ষামন্ত্রী রঙ্গিনা হামিদিকে আক্রমণ করছেন।

সূত্র : ডয়চে ভেলে।

Leave A Reply

Your email address will not be published.