চট্টগ্রামের পতেঙ্গা থেকে লাশ উদ্ধার
চট্টগ্রামের পতেঙ্গা থেকে লাশ উদ্ধার। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার জিএম গেট এলাকায় নাজিম উদ্দিন কবির (৪০) নামে এক দারোয়ানকে খুন করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি। তিনি জিএম গেট এলাকায় বিভিন্ন কোম্পানির বাসের নিরাপত্তায় দারোয়ান হিসেবে কাজ করতেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, কবিরকে কেন হত্যা করা হয়েছ সে বিষয়ের রহস্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখনও কাউকে আটক করেনি পুলিশ।